পাকুন্দিয়ায় বিনামূল্যে ধান বীজ পেলেন ৩,১০০ কৃষক
কৃষকদের হাতে প্রণোদনার এসব বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের কৃষি গুদাম থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে প্রণোদনার এসব বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এসব বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় উপজেলার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৩ হাজার ১০০ কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেককে দুই কেজি করে লাল তীর হাইব্রিড জাতের ধান বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই আলম বলেন, আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে প্রণোদনার ধান বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বাছাই করা প্রত্যেক কৃষকের হাতেই বীজ পৌঁছে যাবে।
পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন জানান, কৃষি ও কৃষক দেশের প্রাণ। কৃষি সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। বোরো ধানের আবাদ বাড়াতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ দিয়ে সহযোগিতা করছে। আশা করছি, উপকারভোগী কৃষকেরা বীজের যথার্থ ব্যবহার করবেন এবং কৃষিতে ভূমিকা রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুস ছামাদসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগী কৃষকেরা।
নিউজবাংলাদেশ.কম/পলি