যে উপায়ে কাঠের আসবাব থেকে দূর করবেন ঘুণ ও ছাড়পোকা
১. কাঠের আসবাবে কোনো ছিদ্র হয়েছে কিনা লক্ষ রাখুন। পুরনো দিনের কাঠের আসবাব হলে এমন হতে পারে। ছিদ্র হলে কারিগর ডেকে ঠিক করিয়ে নিতে হবে। মোম বা গালা জাতীয় কিছু দিয়ে আসবাবের ছিদ্র বন্ধ করে দেওয়া প্রয়োজন। নয়তো ওই ছিদ্রপথেই ঘুণপোকা আসবাবে ঢুকে ডিম পাড়বে।