বিদ্যুতের প্রিপেইড মিটার চান না গাইবান্ধার জনগণ
মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা এমনিতেই অনুন্নত এলাকা, এখানে গরিব লোকের বসবাস বেশি। এ অবস্থায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ দিলে সাধারণ গ্রাহকরা আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হবেন। কারণ প্রতি রিচার্জে হাজারে ২শ ৪০ টাকা, মিটার ভাড়া ৪০ টাকাসহ ডিমান্ড ও সারচার্জ কাটা হবে।