সবুজ কারখানার সনদ পেল আরও ২ প্রতিষ্ঠান
ফাইল ছবি
দেশের তৈরি পোশাকশিল্পের আরও ২টি কারখানা সবুজ কারখানার সনদ পেয়েছে। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- কুমিল্লার আমির শার্ট লিমিটেড ও সাভারের কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড।
সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩২–এ।
কুমিল্লার আমির শার্ট লিমিটেড ৬৬ নম্বর নিয়ে গোল্ড সনদ ও সাভারের কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড ৭০ নম্বর নিয়ে গোল্ড সনদ পেয়েছে।
বিজিএমইএ তথ্যামতে, তৈরি পোশাক ও বস্ত্র খাতে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানা বেড়ে হয়েছে ২৩২। তার মধ্যে ৯২টিই লিড প্লাটিনাম সনদধারী। এ ছাড়া ১২৬টি গোল্ড, ১০টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এর পরিবেশবান্ধব সনদ পাওয়ার ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০–এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি