News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ২১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১০:৫৮, ২১ ডিসেম্বর ২০২৪

নিজেকে দেখানোর স্বপ্নে ডুবে ছিলাম: মেহজাবীন চৌধুরী

নিজেকে দেখানোর স্বপ্নে ডুবে ছিলাম: মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতী’ নামে সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখালেন এ অভিনেত্রী। 

শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত এ সিনেমাটি। শুটিং বিচারে এটি তার দ্বিতীয় হলেও মুক্তির হিসাবে এটি তার জীবনের প্রথম সিনেমা। তাই বড় ক্যানভাসে নিজেকে দেখানোর আবেগটাও বাড়তি। শেষ মুহূর্তে অনেকটাই আবেগঘন মেহজাবীন চৌধুরী।

গণমাধ্যমকে মেহজাবীন বলেন, 'বলা যায়, যারা ছোট পর্দায় কাজ করেন তাদের প্রায় সবাই নিজেকে বড় পর্দায় দেখতে চান। আমার ক্ষেত্রেও কিছুটা এমন। নিজেকে দেখানোর স্বপ্নে ডুবে ছিলাম। আজ ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে সেটা পূরণ হল।'

এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে দর্শকদের প্রতি দারুণ এক বার্তা পাঠান অভিনেত্রী। জানান দেন, আজ তার জীবনের অন্যতম কাঙ্ক্ষিত দিন। যে দিনের অপেক্ষায় গত ১৪টি বছর সাধনা চালিয়েছেন ছোট পর্দার হয়ে।

মেহজাবীন সেই বার্তায় বলেছেন, ‘আজ আমার জীবনের অন্যতম বিশেষ দিন। যেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি একজন অভিনয়শিল্পী হতে চাই, সেই দিন থেকে আমি এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে, আমি আমার জীবনের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার থেকে শুরু করে, প্রতিটি মেন্টর, সহশিল্পী, পরিচালক, সহকারী, ক্রু মেম্বার, মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, ইন্ডাস্ট্রির সহকর্মী এবং এই যাত্রায় আজ পর্যন্ত যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সবাইকে।’

‘প্রিয় মালতী’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন শঙ্খ দাশগুপ্ত। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি বড় পর্দায় নির্মাতারও প্রথম সিনেমা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়