ডেঙ্গুতে মৃত্যু ১ হাসপাতালে ৮৩
ফাইল ছবি
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩ জন, এ সময়ে মৃত্যু হয়েছে একজনের।
এ নিয়ে চলতি বছর সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৯৯,৮৮৮ জন হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫৫৮ জনের।
শুক্রবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে যিনি মারা গেছেন তিনি চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এছাড়া সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৫ জন, ঢাকা বিভাগে ২৬ জন, ময়মনসিংহে তিন জন, চট্টগ্রামে সাত জন, খুলনায় দুইজন, রাজশাহীতে আট জন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন ভর্তি হয়েছেন।
শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৮,০৯৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১,২৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৪৮ জন। আর ৭৮৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৯,৯৭০ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯,৯১৮ জন।
ডিসেম্বরের ২০ দিনে ডেঙ্গু আক্রান্ত ৮,৪১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আর মৃত্যু হয়েছে ৭০ জনের। এ বছর সবচেয়ে বেশি ৩০,৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।
এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯,৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি