ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই তবে ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই তবে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'দেশ-বিদেশী ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ৫ আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচার পতনের। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপির নেতা-কর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে।'
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিএনপির ৩ জেলার নেতাদের জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা নিয়ে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে পৃথকভাবে আয়োজিত কর্মশালায় একই সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি।
বিগত বিএনপির শাসনামলে দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এসময় তিনি বিভিন্ন শ্রেণির নেতাদের প্রশ্নের উত্তর দেন। '
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'এদেশে ভালো চিকিৎসা হলে অন্য দেশে যাবার প্রয়োজন হবে না। আমরা সুযোগ পেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল বিষয়ে সময়োপযোগী করে গড়ে তুলবো। যে দুটি বিষয় নিয়ে গর্ব করা হয় গার্মেন্ট ও বিদেশী রেমিটেন্স এগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টি।'
নিউজবাংলাদেশ.কম/এসবি