News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৯, ১৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:১০, ১৭ ডিসেম্বর ২০২৪

ওবায়দুল কাদেরকে কেন গ্রেফতার করা হয়নি, ব্যাখ্যা চাইলেন আদালত

ওবায়দুল কাদেরকে কেন গ্রেফতার করা হয়নি, ব্যাখ্যা চাইলেন আদালত

ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কেন গ্রেফতার করা হয়নি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন। কেন তাকে গ্রেফতার করা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। 

আদালতের নির্দেশ পাওয়ার পরও সহযোগিতা না করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তাজুল ইসলাম আরও বলেন, ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।

তদন্ত কমিশনের রিপোর্ট ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, 'আদালত তদন্ত শেষ করতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়