News Bangladesh

কৃষি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৭, ১৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৩:৪৮, ১৭ ডিসেম্বর ২০২৪

বরগুনায় আলু বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষীরা 

বরগুনায় আলু বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষীরা 

আলু বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। ছবি: সংগৃহীত

বরগুনায় চলতি মৌসুমে আলু ক্ষেত প্রস্তুতসহ বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। গত বছর আলুতে লাভের পরিমাণ বেশি হওয়ায় নতুন করে অনেক কৃষকই ঝুঁকেছেন আলু চাষে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বরিশাল বিভাগের মধ্যে আলু চাষে তৃতীয় অবস্থানে রয়েছে বরগুনা। চলতি বছর বরগুনায় ৯শ ৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১শ ৪০, পাথরঘাটায় ৫শ ৪০, বামনা ৩৫, বেতাগী ১শ ২৮, আমতলী ৬২ ও তালতলীতে ৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার ৬ উপজেলায় ১শ ৫৯ হেক্টর জমিতে আলু আবাদ সম্পন্ন করেছেন কৃষকরা।

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম জানান, বরগুনা জেলায় ৬টি উপজেলার মধ্যে পাথরঘাটায় সবচেয়ে বেশি আলুর চাষ হয়। পাথরঘাটায় সব থেকে বেশি বীজের চাহিদা রয়েছে। বরগুনায় বীজ সংকট এবং দাম বৃদ্ধি তেমন হয়নি। আশা করি বরগুনা জেলায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে। পাথরঘাটায় একটি কোল্ডস্টোরেজ থাকলেও তা শুরু থেকেই চালু করা যায়নি। আমরা চাই এখানে কোল্ডস্টোরেজ স্থাপন করা হোক, তাহলে এ অঞ্চলের কৃষকরা লাভবান হবেন।

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে বীজ পায় সে লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ উদ্যোগে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়