টেস্টেও ক্যারিবীয়দের প্রধান কোচ স্যামি
ড্যারেন স্যামি। ছবি: সংগৃহীত
এবার টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।
সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকুম্বে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে আগে থেকে ছিলেন স্যামি। এবার টেস্টেও দায়িত্ব পেলেন তিনি। ২০২৫ সালের পহেলা এপ্রিল টেস্ট কোচ হিসেবে তার যাত্রা শুরু হবে।
প্রসঙ্গত, ৪০ বছর বয়সী স্যামি গত ২০২৩ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের সীমিত পরিসরের দলের দায়িত্ব নেন। একইসঙ্গে আন্দ্রে কোলি টেস্ট দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন।
এর আগে স্যামি অন্তর্বর্তীকালীন লাল-বলের প্রধান কোচ ছিলেন। জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে স্যামির সাদা বলের খেলা শুরু হয়েছিল। সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কোলি গত বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু করেছিলেন।
তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে দুইবার ওয়ানডে সিরিজ জিতেছে। কিন্তু তারা বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে উঠতে ব্যর্থ হয়। এজন্য ২০২৩ বিশ্বকাপে খেলতে পারেননি।
টি-টোয়েন্টি ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (দুইবার) জয় পায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি