News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২১, ১৬ ডিসেম্বর ২০২৪

ফিল্মি স্টাইলে ওমর সানীর বাসায় ডাকাতি

ফিল্মি স্টাইলে ওমর সানীর বাসায় ডাকাতি

চিত্রনায়ক ওমর সানী। ছবি: সংগৃহীত

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর। চলতি মাসের শুরুর দিকে চুরির ঘটনা ঘটে তার বাসায়। গত ২ ডিসেম্বর সকালে তার বাসায় চুরি হয়। পরদিন রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেন তিনি। আর এ ঘটনার ঠিক ১৩ দিনের মাথায়  হলো ডাকাতি। ফিল্মের এ নায়কের মতে তার বাসায় ডাকাতিও ফিল্মি স্টাইলে হয়েছে। 

রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১২টার সময় বাসায় ডাকাতি হওয়ার বিষয়টি বুঝতে পারেন ওমর সানী। 

ওমর সানী বলেন, আমি কাজের জন্য বাসার বাইরে ছিলাম। রাত ১২টার পর বাসার মেইন গেট দিয়ে প্রবেশ করার পর দেখি বেডরুমে ঢোকা যাচ্ছে না। ভেতর থেকে দরজা বন্ধ। আবার চাবিও ভেতরে ছিল। বিভিন্নভাবে চেষ্টার পর ব্যর্থ হওয়ায় বাড়ির কেয়ার টেকার ও আমার ম্যানেজারকে বিকল্পভাবে বেডরুমে ঢুকতে বলি।

ওমর সানী বলেন, তারা বাইরে দিয়ে বারান্দা গিয়ে দেখতে পায় যে, সেখানকার দরজার গ্লাস ভাঙা। তারপর বেডরুমে প্রবেশ করে দেখে ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো। রুমের অবস্থা দেখে মনে হয়েছে কয়েকজন এসেছিল। অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস নেই। এর মধ্যে রয়েছে দুই কোটি টাকা প্রতারণার একটি মামলার কাগজপত্র, আবার একটি আইফোন ও আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকার।

এরইমধ্যে ডাকাতির বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন ওমর সানি। মামলার প্রস্তুতিকালে এ তারকা বলেন, আমার ছেলে ফারদিন এর আগে ব্যবসা করতে গিয়ে দুই কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিল। এ ব্যাপারে একটি মামলা চলছিল। সামনে সেই মামলার রায় ঘোষণার কথা। আর এই সময়ের মধ্যে বাসা থেকে অন্যসব জিনিসের সঙ্গে মামলার মূল কাগজপত্র নিয়ে গেছে। বেডরুমে একটি মূল্যবান ল্যাপটপও ছিল, সেটি কিন্তু নেয়নি। অর্থাৎ এটা নিশ্চিত যে, যারা এসেছিল তাদের টার্গেট ছিল মামলার মূল কাগজপত্র নেয়া।

তিনি বলেন, এ ঘটনায় আমি সত্যিই হতবাক। বারবার শুধু মনে হচ্ছিল, এমনটা শুধু ফিল্মেই সম্ভব। অথচ আমার বাড়িতেই ফিল্মি স্টাইলে এ ধরনের ডাকাতির ঘটনা দেখলাম। কিন্তু এটা ঠিক যে, আমার আইনজীবীর কাছে মামলার সব কাগজপত্র রয়েছে। আমাকে আসলে হয়রানি ছাড়া কিছুই না। আমিও এত অল্পতে দমে যাওয়ার মানুষ নয়। জন্মেছি যখন তখন মরব, এসবের শেষ দেখে তবেই ছাড়ব আমি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সবাইকে জানিয়েছি। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করারও সিদ্ধান্ত নিয়েছি।

ওমর সানী রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী বছরখানেক ধরে মেয়ে ফাইজাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে রয়েছেন। ছেলে ফারদীন এহসান স্বাধীন থাকেন দুবাইতে। এই সময় ধরে বাসায় একাই আছেন এ নায়ক। তবে সঙ্গে একজন সহকারী থাকেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়