News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩০, ১৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৬:৩০, ১৫ ডিসেম্বর ২০২৪

`মিস ফ্রান্স` মুকুট জিতলেন ৩৪ বছর বয়সী নারী

`মিস ফ্রান্স` মুকুট জিতলেন ৩৪ বছর বয়সী নারী

অ্যাঞ্জেলিক আঙ্গারনি ফিলোপন। ছবি: সংগৃহীত

সম্প্রতি  ফ্রান্সের ‘মিস মার্টিনিক’ প্রতিযোগিতায় মুকুট উঠল দেশটির ৩৪ বছর বয়সী এক নারীর মাথায়। মুকুট বিজয়ীর নাম অ্যাঞ্জেলিক আঙ্গারনি ফিলোপন। তিনি পেশায় একজন বিমানবালা।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৩০ জন প্রতিযোগী সুইমস্যুট, আঞ্চলিক পোশাক ও বলগাউন পরে বিচারকদের সামনে আসেন। জয়ী হওয়ার পর অঙ্গারনি ফিলোপন মিস ফ্রান্স ফার্ম থেকে এক বছরের বেতন, প্যারিসের একটি অ্যাপার্টমেন্ট  এবং আয়োজকদের কাছ থেকে বিভিন্ন উপহার পাবেন। 

বিজয়ী আঙ্গারনি ফিলোপন বলেন, 'আমার এ জয় ওই সকল নারীদের জন্যে অনুপ্রেরণা হয়ে থাকবে যারা ভাবেন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার বয়স তাদের নেই।

আয়োজকরা জানান, তারা সফল নারীদের পাশাপাশি সেসব নারীদের কথাও তুলে আনতে চান যারা প্রথাগতভাবে সুন্দর না হওয়ার কারনে অনেকদিক থেকে বঞ্চিত হন। 

প্রসঙ্গত, সৌন্দর্য প্রতিযোগিতায় বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হয় তরুণীদের। এদের মধ্যে কয়েকটি সাধারণ নিয়ম হলো-  তরুণীদের বয়স অবশ্যই ২৪ বছরের নিচে হতে হবে ,অবিবাহিত হতে হবে, এবং তাদের সন্তান থাকতে পারবে না। কিন্তু এই প্রথাগত নিয়মকে ভাঙলো এবার ফ্রান্সের ‘মিস মার্টিনিক’ প্রতিযোগিতা । নিয়ম ভেঙ্গে এবারের প্রতিযোগিতায় বিজয়ী হন ফ্রান্সের ৩৪ বছর বয়সী বিমানবালা অ্যাঞ্জেলিক আঙ্গারনি ফিলোপন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়