News Bangladesh

জাবি সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৯, ১৫ ডিসেম্বর ২০২৪

জাবি হল থেকে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জাবি হল থেকে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছেন সহপাঠীরা।

তাকিয়া তাসনিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪) শিক্ষার্থী ছিলেন। তিনি তারামন বিবি হলের অষ্টম তলার ৭০০৫ নম্বর কক্ষে থাকতেন।

রোববার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক।

তাকিয়ার সহপাঠীরা জানান, বন্ধুর সঙ্গে তাকিয়ার মনোমালিন্য চলছিল। ভোরে তাকিয়ার সেই বন্ধু সহপাঠীদের ফোন দিয়ে দ্রুত তাকিয়াকে উদ্ধার করতে বলে। তবে সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় পায়।

তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের চিকিৎসককে তারামন বিবি হলে নিয়ে আসা হলে তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকিয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান সহকারী প্রক্টর আবদুর রাজ্জাক।

প্রক্টর আরও বলেন, “আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তাকিয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা এসে লাশ নিয়ে যাবেন।”

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটি সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে৷ তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়