News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ১৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৮:৪০, ১৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ম্যাচে পাঁচ উইকেটে ৩২১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু এই সংগ্রহকে মামুলি বানিয়ে ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গুর সেঞ্চুরি ও কেসি কার্টির ৯৫ রানের ইনিংসে শেষ ম্যাচটি জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে  বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে বাংলাদেশ। সৌম্য ৭৩ বলে ৭৩, মিরাজ ৭৩ বলে ৭৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ ৬৩ বলে ৮৪ ও জাকের ৫৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ নেন ২টি উইকেট।

৩২২ রানের টার্গেট নিয়ে ব্যাটকরতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। পরে ১০ বলে ১৫ করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ব্রান্ডন কিং। এর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় ক্যারিবিয়ানরা। অলিক আথানজেকে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন নাসুম আহমেদ। ৮ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর ৬ বলে ৩ রান করা শাই হোপকে আউট করেন পেসার হাসান মাহমুদ।

হোপের আউটের পর শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন কিসি কার্টি। ৫৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৬ রানে ৩৩ বলে ৩০ রান করে আউট হন রাদারফোর্ড। এরপর অভিষিক্ত আমির জাঙ্গুকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কার্টি সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার। ১৩২ রানের জুটি গড়েন তারা।  সেঞ্চুরি থেকে ৫ দূরে থেকে আউট হন কার্টি। ৮৮ বলে ৯৫ রান করেন তিনি।

এরপর দ্রুতই রস্টন চেজকে বিদায় করে বাংলাদেশকে আশা দেখান রিশাদ হোসেন। তবে গুড়াকেশ মোতিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাঙ্গু। আগ্রাসী ব্যাটিংয়ে অভিষেক ম্যাচেই ৭৯ বলে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। তাদের ব্যাটে ভর করে ২৪ হাতে রেখে জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। জাঙ্গু ৮৩ বলে ১০৪ ও গুড়াকেশ ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিশাদ নেন ২টি উইকেট।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়