৪০ কোটি পাঠ্যবইয়ে থাকছে জুলাই বিপ্লবগাঁথা
টাঙ্গাইলের আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি। ছবি: নিউজবাংলাদেশ
চলতি বছরের জুলাই মাসে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র-জনতার গণঅভ্যুথ্থানকে স্বরণীয় করে রাখতে এবার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ঘটনা। আর বইয়ের প্রচ্ছদে যুক্ত করা হচ্ছে গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। এর পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে একাত্তরে মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। এছাড়া গামীতে আরও বৃহৎ পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্যবইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ।
জানা যায়, এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ কোটি ১৬ লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার। যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭শ ৫০ কোটি টাকা। প্রতিটি বইয়েই আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবের ছোঁয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, 'জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের শিক্ষাক্রম। সে অনুযায়ী হবে পাঠ্যপুস্তক, যা বছর বছর পরিবর্তন হবে না। গুণগত মানসম্পন্ন কাগজে ছাপাতে হবে, যাতে একই বই আমরা ১০-২০ বছর ব্যবহার করতে পারি। তাহলেই ব্যয় কমে আসবে।'
এনসিটিবি চেয়ারম্যান বলেন, 'যে গ্রাফিতিগুলো সর্বজনীন আবেদন সৃষ্টি করে, স্বপ্নের কথা বলে সেগুলোকে আমরা বইয়ে রেখেছি। ইংরেজি বইয়ে যেমন গ্রাফিতি নামে একটা আর্টিকেল রয়েছে, তেমনি 'আমরা তোমাদের ভুলবো না'- নামে একটি লেখাও পঞ্চম শ্রেণির বইয়ে রেখেছি।'
তিনি আরও বলেন, 'স্বাধীনতার ঊষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যু ও ভয় উপেক্ষা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ২৬ মার্চ একবার, ২৭ মার্চ আরেকবার। সেগুলো বইয়ে আমরা উল্লেখ করেছি। পাশাপাশি ৭ মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটাও বইয়ে থাকছে।'
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি