ছবি তৈরির নতুন টুল নিয়ে এলো এক্স
ছবি: ইন্টারনেট
নিজেদের এআই সহকারী গ্রক-এ 'অরোরা' নামের নতুন ইমেজ জেনারেটর যুক্ত করেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক মালিকানাধীন ক্ষুদ্র ব্লগ সাইট এক্স।
গত শনিবার নতুন টুলটি অনেকে ব্যবহার করতে পারলেও পরবর্তীতে তা কিছু ব্যবহারকারীর অ্যাপ থেকে অদৃশ্য হয়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
প্রতিবেদনে বলা হয়েছে, এক্স-এর মোবাইল অ্যাপ ও ওয়েব-এ গ্রক ট্যাবের মাধ্যমে এক্সেস করা যাবে অরোরা। টুলটি কোনো পরিচিত ব্যক্তিত্ব বা কপিরাইটযুক্ত চরিত্রের ছবি তৈরি করতে পারে, যেমন মিকি মাউস। টেকক্রাঞ্চের সংক্ষিপ্ত পরীক্ষায় মডেলটি নগ্নতা থেকে দূরে থাকলেও, গ্রাফিক কনটেন্ট যেমন 'রক্তাক্ত ডনাল্ড ট্রাম্পের ছবি' তৈরিতে টুলটি পিছপা হয়নি।
তবে অরোরায় তৈরি করা ছবি কিছুটা অস্পষ্ট। তবে, অরোরা ল্যান্ডস্কেপ ও ‘স্টিল লাইফ’ ছবিসহ ফটোরিয়ালিস্টিক ইমেজের বেলায় পারদর্শী। এর কিছু ত্রুটিও আছে, অনেক এক্স ব্যবহারকারী অরোরার তৈরি ছবি পোস্ট করেছেন যা দেখায় বিভিন্ন বস্তু অদ্ভুতভাবে একত্রে মেশানো হয়েছে এবং আঙ্গুল ছাড়া মানুষও দেখা গেছে৷
সকল ব্যবহারকারীর জন্য গ্রক বিনামূল্য ব্যবহার উপযোগী করার পরপরই অরোরা প্রকাশ পেল। এর আগে চ্যাটবট ব্যবহারের জন্য প্রতি মাসে ৮ ডলার দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হত। এখন, বিনামূল্যের ব্যবহারকারীরা প্রতি দুই ঘণ্টায় গ্রক-এ ১০টি মেসেজ ও প্রতিদিন তিনটি পর্যন্ত ছবি তৈরি করতে পারবেন।
এর পাশাপাশি, চলতি সপ্তাহেই মাস্কের এআই কোম্পানি এক্সএআই এবং এক্স ৬০০কোটি ডলারের তহবিলের চুক্তি করেছে। এ ছাড়া, কোম্পানিটি গ্রকের স্বতন্ত্র অ্যাপ নিয়ে কাজ করছে এবং এর পরবর্তী প্রজন্মের মডেল, গ্রক ৩’ও সামনে প্রকাশিত হতে পারে বলে প্রতিবেদনে জানায় টেকক্রাঞ্চ।
নিউজবাংলাদেশ.কম/এসবি