ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন আগাখান একাডেমির আদিবা
ছবি: এশো পাশে দাঁড়াই ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে নেয়া
বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নতি, দারিদ্র দূরীকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর যুক্তরাজ্যের সম্মানজনক ‘ডায়ানা অ্যাওয়ার্ড’পেয়েছেন শিক্ষার্থী আদিবা বিনতে আহমদ তুবা।
তিনি রাজধানীর দি আগা খান একাডেমির এমওয়াইপি’র (মিডল ইয়ার প্রগ্রাম)-৫ লেভেলের শিক্ষার্থী।
৫ ডিসেম্বর ব্রিটিশ রাজপরিবার থেকে এ পুরস্কার দেওয়া হয়।
ডায়ানা অ্যাওয়ার্ড বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি। যা প্রিন্সেস ডায়ানার স্মরণে তরুণ সমাজসেবীদের দেওয়া হয়। তরুণদের উদ্ভাবনী কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে এ পুরস্কার। ৯ থেকে ২৫ বছর বয়সী তরুণদের এ সম্মাননা দেওয়া হয়।
১৫ বছর বয়সী আদিবা বাংলাদেশে দারিদ্র্য এবং সম্পদের ঘাটতি দূর করার জন্য ‘এশো পাশে দাঁড়াই ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। দেশের সাধারণ মানুষের কল্যাণের চিন্তা থেকে ১৩ বছর বয়সে তার এই যাত্রা শুরু করেন আদিবা।
আদিবার উদ্যোগের মধ্যে রয়েছে- সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নতি করা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, মশাবাহিত রোগ প্রতিরোধে দরিদ্র পরিবারগুলোর মাঝে মশারি বিতরণ করার মতো জনক্যাণকর কাজ।
এছাড়া প্রতিবছর রমজান মাসে খাবার বিতরণ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করে আদিবার সংগঠন ‘এশো পাশে দাঁড়াই ফাউন্ডেশন’।
অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে আদিবা বলেন, এটি আমার জন্য অনেক বড় সম্মানের। এই অ্যাওয়ার্ড আমার অগ্রযাত্রার পেছনে একটি বিশেষ স্বীকৃতিসরূপ।
এ বছর বাংলাদেশ থেকে মোট চারজন ভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি