খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র সাথে সাক্ষাৎ করতে এসেছেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। ২৫ নভেম্বর রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আমন্ত্রণ জানান দেশটির রাষ্ট্রদূত।
নিউজবাংলাদেশ.কম/পলি