হঠাৎ সামরিক আইন জারি করল দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি: সংগৃহীত
জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছে দক্ষিণ কোরিয়া। ‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি।
ভাষণে ইউন সুক-ইওল বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করতে একটি উদার ও গণতান্ত্রিক দক্ষিণ কোরিয়া পুনর্গঠন করবো। জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখতে এটি একটি অনিবার্য পদক্ষেপ।
তবে সরকারি শাসন ব্যবস্থা এবং গণতন্ত্র সুরক্ষায় সুনির্দিষ্ট কী ব্যবস্থা নেওয়া হবে ভাষণে তা বলেননি প্রেসিডেন্ট ইউন।
এদিকে শাসক রক্ষণশীল দল পিপল পাওয়ার পার্টির নেতা হান ডং-হুন এই সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সামরিক আইন ঘোষণার বিরোধিতা করবো এবং জনগণের সঙ্গে এর বিরুদ্ধে অবস্থান নেবো।
এসময় ‘রাষ্ট্রপতির সামরিক আইনের ঘোষণা ভুল’ বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস
নিউজবাংলাদেশ.কম/পলি