দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ছবি: সংগৃহীত
শীতের রাজধানী খ্যাতপঞ্চগড়ে সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমে বাড়ছে শীতের তীব্রতা। এ অবস্থায় জেলার তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে রেকর্ড হচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, ৬ থেকে ৮ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে।
গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকাল সোমবার (২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।
জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। ভোরে ঘন কুয়াশা না থাকলেও অনুভূত হচ্ছে কনকনে শীত। তবে মেঘমুক্ত আকাশে কুয়াশা না থাকায় ও ঝলমলে রোদ থাকায় স্বস্তি রয়েছে কর্মজীবী মানুষের মধ্যে।
নিউজবাংলাদেশ.কম/এসবি