News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৮, ১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৩৩, ২ ডিসেম্বর ২০২৪

হৃদরোগে আক্রান্ত শিল্পী তপন চৌধুরী

হৃদরোগে আক্রান্ত শিল্পী তপন চৌধুরী

তপন চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী হৃদরোগে আক্রন্ত হয়েছেন। কানাডার মন্ট্রিয়েলে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে তপন চৌধুরীর।

শিল্পীর হার্ট অ্যাটাকের খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

দিনাত জাহান মুন্নী বলেন, ‘২৬ নভেম্বর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সপরিবারে কানাডায় থাকেন সংগীতশিল্পী তপন চৌধুরী। দেশের বাইরে থাকলেও নিয়মিত অংশ নেন স্টেজ শোগুলোতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মঞ্চেও তিনি গান গেয়েছেন। কানাডার মন্ট্রিয়েলে ফিরে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সত্তরের দশকের শেষদিকে সংগীত জগতে পা রাখেন তপন চৌধুরী। ব্যান্ডের পাশাপাশি একটা সময় একক ক্যারিয়ারে মনোযোগী হন তিনি। অসাধারণ গান গেয়ে  শ্রোতাদের মনে জায়গা করে নেন এই সংগীতশিল্পী। 

তপন চৌধুরীর গাওয়া উল্লেখযোগ্য গানের তালিকায় আছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’ প্রভৃতি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়