News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ১ ডিসেম্বর ২০২৪

আবারও ‘প্রবাসীর স্ত্রী’ হলেন অহনা

আবারও ‘প্রবাসীর স্ত্রী’ হলেন অহনা

অভিনেত্রী অহনা রহমান। ছবি: সংগৃহীত

টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ইউটিউব কেন্দ্রিক নাটকে বেশ দর্শকচাহিদা রয়েছে অভিনেত্রী অহনা রহমানের। গত সেপ্টেম্বরে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘প্রবাসীর স্ত্রী’ নামের একটি নাটকে অভিনয় করেন অহনা রহমান। 

নতুন খবর হলো- এবার আসছে এর সিক্যুয়েল। সমাজে প্রবাসীর স্ত্রীর কষ্টের গল্প নিয়ে নির্মিত ‘প্রবাসীর স্ত্রী ২’তে দেখা যাবে অহনাকেই।

নাটকটি থেকে দর্শক সাড়া পাওয়ায় এবার নির্মিত হয়েছে এর সিকুয়েল, এমনটাই জানিয়েছেন নির্মাতা। 

নির্মাতা জানান, প্রবাসী এক স্বামীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন অহনা। এ নাটকে প্রবাসীর স্ত্রীর জীবনে মিথ্যা অপবাদ আর শ্বশুরবাড়ির নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। যে কারণে নাটকের এক পর্যায় দেখা যায়, প্রবাসী স্বামী তার সন্তানকেও অস্বীকার করতে দ্বিধা বোধ করে না।

‘প্রবাসীর স্ত্রী ২’তে কাজ করা প্রসঙ্গে অহনা বলেন, প্রথম কিস্তির গল্পের সঙ্গে দর্শক খুব মানিয়ে নিয়েছিলেন। এটা আসলে আমাদের সমাজেরই একটি অংশ তুলে ধরেছে। তাই দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে। প্রথম কিস্তির নাটক দর্শকপ্রিয়তা পাওয়ায় সবাই চাইছিল এর সিক্যুয়াল হোক। তাই দর্শকদের আর অপেক্ষায় না রেখে আবারও এ নাটকে অভিনয় করলাম।

পটুয়াখালীর মেয়ে অহনা মিরপুর গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর বিবিএ কোর্সে ভর্তি হন। ২০০৭ সালে শোবিজ অঙ্গনে পা রাখেন। ক্যারিয়ার গড়েন মডেল ও অভিনয়ে। টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ এবং সিনেমাতেও অভিনয় করেছেন অহনা রহমান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়