News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ১৭ নভেম্বর ২০২৪

মেধাভিত্তিক ভর্তির দাবিতে মিরপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের 

মেধাভিত্তিক ভর্তির দাবিতে মিরপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের 

মিরিপুর সড়ক অবরোধ করেছেন ডিআরএমসি`র শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিল করে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে রাস্তা অবরোধ করায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। 

পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা গেট ভেঙে রাস্তায় নেমে এলে মিরপুর রোডের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।

ঢাকাসহ সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অভিন্ন নিয়ম মেনে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে আগামী বছরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 

এর আগে তাদের দাবির সমর্থনে অনলাইনে প্রচার চালান এবং নির্ধারিত সময়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

নিউজবাংলাদেশ.কম/পলি 

সর্বশেষ

পাঠকপ্রিয়