News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫১, ১৬ নভেম্বর ২০২৪

কনটেন্ট জনপ্রিয় কি না তা ফেসবুক মূল্যায়ন করবে ভিউজ দেখে

কনটেন্ট জনপ্রিয় কি না তা ফেসবুক মূল্যায়ন করবে ভিউজ দেখে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কনটেন্ট কেমন জনপ্রিয় হচ্ছে তা মূল্যায়নে এখন থেকে ভিউজ বিবেচনা করবে ফেসবুক। ফলে কনটেন্ট মূল্যায়নে ভিডিওর পাশাপাশি ছবি, টেক্সট-পোস্টসহ সব ধরনের কনটেন্টে ভিউজ গণনা করা হবে। খবর সংবাদ মাধ্যম ভার্জের

রিলসের ক্ষেত্রে ভিডিওটি কতবার দেখা হয়েছে তা ভিউ হিসেবে গণ্য করা হবে। অন্য কনটেন্টের ক্ষেত্রে সেটি ব্যবহারকারীর ক্রিনে দেখা হলেই একটি ভিউ হিসেবে ধরা হবে। একাধিকবার দেখলে প্রতিবারই নতুন ভিউ হিসেবে গণনা করা হবে।

সম্প্রতি মেটা থ্রেডসেও ভিউ গণনা যুক্ত করেছে। কনটেন্ট কতগুলো ক্রিনে পৌঁছেছে তা জানার পাশাপাশি সেটি কেন প্রদর্শিত হয়েছে সেই তথ্য জানা আরও গুরুত্বপূর্ণ।

টুইটারের মালিকানায় আসার পর থেকেই ইলন মাস্কও এই ভিউস মেট্রিককে গুরুত্ব দিচ্ছেন। প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি এ ধরনের মেট্রিকস যেমন ভিউজ, ইমপ্রেশনস ইত্যাদি প্রায়ই সময়ের সঙ্গে বদলে যায় এবং মাধ্যমগুলো তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী এসব মেট্রিক গুরুত্ব দিয়ে থাকে। বলা হচ্ছে, এখন মেটার লক্ষ্য ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে কনটেন্ট দেখাতে ব্যস্ত রাখা। ফেসবুকের এই পরিবর্তন কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডগুলোর জন্য স্ট্র্যাটেজিক পরিবর্তন আনার সুযোগ তৈরি করবে।

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়