News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৭, ১৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:৪৮, ১৬ নভেম্বর ২০২৪

চিনিকলগুলো একের পর এক চালু করা হবে: শিল্প উপদেষ্টা

চিনিকলগুলো একের পর এক চালু করা হবে: শিল্প উপদেষ্টা

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত

দেশে বন্ধ থাকা চিনিকলগুলো একের পর এক চালু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা। 

আদিলুর রহমান খান বলেন, ছাত্র জনতার দাবির পরিপেক্ষিতে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলটি খুব শিগগিরই চালু করা হবে। এটি একটি সম্ভাবনাময় চিনিকল। 

তিনি বলেন, ‘কৃষকদের প্রণোদনার জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এতে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, টাস্ক ফোর্সে আখ চাষী ও এর সঙ্গে সংশ্লিষ্টরা রয়েছেন। বন্ধ চিনিকলগুলো একের পর এক চালু করা হবে। চিনিকলের যে সমস্ত জমি ভূমিদস্যুদের হাতে বেদখল হয়ে গেছে তা উদ্ধার করা হবে।’

এ সময় শিল্প উপদেষ্টার সঙ্গে ছিলেন সুগার করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র,  সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি চিনিকলের কর্মকর্তা, আখ চাষী ও স্থানীয়দের সঙ্গেও মতবিনিময় করেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়