News Bangladesh

নিউজ ডেস্ক || || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ১৪ নভেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৬, ১৪ নভেম্বর ২০২৪

নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতিই ঠিক করে দেবে: ড. ইউনূস

নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতিই ঠিক করে দেবে: ড. ইউনূস

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংবাদ মাধ্যম এএফপিকে বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার প্রয়োজন।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন তিনি। নূস। জলবায়ু সম্মেলনে (কপ২৯) অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের এক ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, সংস্কারের গতিই ঠিক করে দেবে, নির্বাচন কত দ্রুত হবে। তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন বলে জানান তিনি।

তিনি বলেন, এটি একটি প্রতিশ্রুতি, যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। ড. ইউনূস আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।

শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণা করা হয়।

 

 

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়