মঙ্গলগ্রহে তৈরি করা হবে স্যাটেলাইট নেটওয়ার্ক
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে যাতে দ্রুত তথ্য আদান-প্রদান করা যায় সেই সুযোগ চালু করতে স্টারলিংকের মতো করে মঙ্গল গ্রহেও স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ নিয়েছেন ইলন মাস্ক। পৃথিবীতে স্টারলিংক প্রতিষ্ঠানের মাধ্যমে নিম্ন কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা দিচ্ছেন ইলন মাস্ক।
নতুন এ উদ্যোগের মাধ্যমে ইলন মাস্কের নতুন প্রতিষ্ঠান মার্সলিংক মঙ্গলগ্রহের কক্ষপথে একাধিক স্যাটেলাইট পাঠাবে। দূরত্বসহ বিভিন্ন কারণেই মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে যোগাযোগের কাজটি বেশ চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই নাসার সাহায্যে মঙ্গলগ্রহের কক্ষপথে কয়েকটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। প্রকল্পটি সফল হলে মঙ্গল থেকে পৃথিবীতে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।
এতোদূর থেকে দ্রুত বার্তা আদান প্রদানের জন্য মার্সলিংকের স্যাটেলাইট উন্নত লেজার প্রযুক্তি ব্যবহার করবে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে মঙ্গল থেকে পৃথিবীতে সরাসরি ছবি দেখা সম্ভব হবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্ক জানান, প্রথমে প্রাথমিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। পৃথিবী ও মঙ্গলের সঙ্গে ডেটা আদান-প্রদান করতে ইন্টারনেটের স্পিড হতে হবে প্রতি সেকেন্ডে পেটাবিটেরও উপরে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ