News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২২, ১২ নভেম্বর ২০২৪

মেডিকেলে ভর্তিতে মূল্যায়ন ২০০ নম্বরের ভিত্তিতে

মেডিকেলে ভর্তিতে মূল্যায়ন ২০০ নম্বরের ভিত্তিতে

চলতি বছর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে ২০০ নম্বরের মধ্যে। এর আগে ছিল ৩০০ নম্বরের ভিত্তিতে।

মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন ভর্তি পরীক্ষায় এই পরিবর্তনের কথা জানান।

তিনি বলেন, এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে। পরীক্ষার্থীদের আগের মতই এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এর সঙ্গে এসএসসি ও এইচএসচি বা সমমানের পরীক্ষা থেকে ৫০ করে আরও ১০০ নম্বর নিয়ে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন, “জুলাই বিপ্লবের সময় এইচএসসির বেশকিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে কেমিস্ট্রি, বায়োলজিসহ কয়েকটি বিষয় রয়েছে। মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “এবার যেহেতু পরীক্ষা হয়নি, এসএসসির ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে, সেজন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির ওয়েজেস একটু কমিয়ে দেওয়া হবে। তাই ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে। এমসিকিউ ঠিক থাকবে। কিছু বিষয়ের যেহেতু পরীক্ষাই হয়নি, তাই ওই বিষয়গুলোর তুলনামূলক গুরুত্ব আমরা কিছুটা কমিয়েছি।”

অধ্যাপক নাজমুল হোসেন বলেন, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিসহ অন্যান্য ফি এককালীন দিতে হত। তবে এবার থেকে তিনটি কিস্তিতে দেওয়ার সুযোগ থাকবে।

ভর্তি ফির ৬০ শতাংশ দিতে হবে ভর্তির সময়। ২০ শতাংশ প্রথম প্রফেশনাল পরীক্ষার আগে এবং অবশিষ্ট ২০ শতাংশ তৃতীয় প্রফেশনাল পরীক্ষার আগে পরিশোধ করতে হবে।

মেডিকেলে ভর্তির জন্য ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য ফিসহ পুরো টাকা একসঙ্গে দিতে হত। এত পরিমাণ টাকা একসঙ্গে দেওয়া অনেকের জন্য অনেক কঠিন হয়ে পড়ত। শিক্ষার্থীদের ওপর যেন অর্থনৈতিক চাপ একবারে না পড়ে, সেজন্য কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন মহাপরিচালক।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়