News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৮, ১১ নভেম্বর ২০২৪

জি-মেইল অ্যাকাউন্ট খালি করবেন যেভাবে 

জি-মেইল অ্যাকাউন্ট খালি করবেন যেভাবে 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জি-মেইল আইডিতে বিনামূল্যে সর্বোচ্চ ১৫ গিগা পর্যন্ত তথ্য স্টোর করার সুযোগ থাকলেও এর পাশাপাশি গুগল ড্রাইভ, গুগল ডকস, গুগল শিটসহ এর বিভিন্ন সেবার তথ্য সেখানে নিয়মিত স্টোর হতে থাকে। ফলে গুগলে জায়গা খালি না থাকলে জি-মেইলে নতুন মেইল আসে না। মেইল ডিলিট করে জায়গা খালি করে এ সমস্যার সমাধান করা যায়।

ই-মেইল ডিলিট করা: জি-মেইলে বিভিন্ন ধরনের অফার ও প্রচারণামূলক মেইল নিয়মিত পাঠিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এসব ই-মেইলে অনেক সময় পিডিএফ ফাইল অ্যাটাচমেন্ট করা থাকে যা বেশি জায়গা দখল করে। আর তাই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো অপ্রয়োজনীয় মেইলগুলো নিয়মিতভাবে ডিলিট করতে হবে।

বিন ও স্প্যাম ফোল্ডার খালি করা: কোনও মেইল ডিলিট করলে তা জি-মেইলের বিন ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত জমা থাকে। তাই ডিলিট করলেও এসব মেইল জায়গা দখল করে রাখে। আবার অনেক মেইল স্প্যাম বক্সে জমা হয়ে একইভাবে জায়গা দখল করে থাকে। তাই জি-মেইলের বিন ও স্প্যাম ফোল্ডারে থাকা সব মেইল নিয়মিত ডিলিট করতে হবে।

অ্যাটাচমেন্টযুক্ত মেইল ডিলিট করা: মেইলের মাধ্যমে ছবি, ভিডিও ও পিডিএফ ফাইল পাঠিয়ে থাকেন অনেকে। মেইলের অ্যাটাচমেন্ট থাকা সব ছবি, ভিডিও ও পিডিএফ ফাইল প্রয়োজন হয় না। কিন্তু ফাইলগুলো গুগল অ্যাকাউন্টে অনেক জায়গা দখল করে রাখে। এগুলো ডিলিট  করলে জায়গা বাচবে।

নিউজলেটার আনসাবস্ক্রাইব করা: নিউজলেটার সাবস্ক্রাইব করলে সেগুলো নিয়মিত জি-মেইলের ইনবক্সে জমা হয়। এসব নিউজলেটার আকারে বড় হয় এবং অনেক জায়গা দখল করে রাখে। তাই অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানের নিউজলেটার আনসাবস্ক্রাইব করলে সুফল পাওয়া যাবে।

 

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়