News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৫, ১০ নভেম্বর ২০২৪

৮ বছর পর দেশে ফিরলেন বেবী নাজনীন

৮ বছর পর দেশে ফিরলেন বেবী নাজনীন

বেবী । ফাইল ফটো

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। অতঃপর দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরলেন ব্লাক ডায়মন্ড খ্যাত গায়িকা বেবী নাজনীন।

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তিনি জুলাইয়ের ছাত্র-আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। পতন হয়েছে বাংলাদেশের বুকে চেপে বসা স্বৈরশাসক শেখ হাসিনার।

দীর্ঘ ১৬ বছর পর স্বাধীনভাবে শ্বাস নিতে এবং কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ। আমাদের মনে রাখতে হবে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল ছাত্র-জনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। যোগ করেন বেবী নাজনীন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন, এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার দাবি জানাই।’

বর্তমানে বেবী নাজনীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়