News Bangladesh

স্পোর্টস ডেস্ক || || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ১০ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:১৫, ১০ নভেম্বর ২০২৪

সিরিজে টিকে থাকলো বাংলাদেশ

সিরিজে টিকে থাকলো বাংলাদেশ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সিরিজে টিকে থাকলো বাংলাদেশ। শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে জয় পাওয়ায় সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রথমবারের মতো শারজাতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক ভেন্যুতে স্বস্তির এই জয়ে সিরিজে সমতায় ফিরলো।

শনিবার (৯ নভেম্বর) শারজাতে ৬৮ রানের পাওয়া এই জয়টি বিশেষ কিছু। এর আগে এই ভেন্যুতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সব ম্যাচে হেরেছিলো বাংলাদেশ। এবার আফগানিস্তান সিরিজের আগে প্রত্যাশা ছিল শারজাতে হারের বৃত্তটা ভাঙার। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায় অধিনায়ক শান্তর দলকে। ওই হারের পর আজকের ম্যাচ নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। তবে শনিবার প্রত্যাশা ও প্রাপ্তির সংমিশ্রণ ঘটিয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে তুখোড় পারফরম্যান্স করে শারজাতে জয়ের ফুল ফোটালো বাংলাদেশ। এই জয়ে সিরিজের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।

প্রথম ম্যাচে দারুণ শুরুর পরও বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প ছিল না। সিরিজ বাঁচাতে হলে জিততেই হতো। শনিবার ব্যাটিং-বোলিংয়ে সেরাটা দিয়ে বাংলাদেশ দল জয় তুলে নিলো।

আগে ব্যাটিং করে বাংলাদেশ ২৫২ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে আফগানরা ১৮৪ রানে অলআউট হয়ে যায়। তাতেই ৬৮ রানের স্বস্তিকর জয় ধরা দেয় সফরকারীদের হাতের মুঠোয়।

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়