News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫০, ৯ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৫৩, ৯ নভেম্বর ২০২৪

মঙ্গলে মানব পাঠানোর স্বপ্ন পুরন হতে পারে মাস্কের

মঙ্গলে মানব পাঠানোর স্বপ্ন পুরন হতে পারে মাস্কের

ছবি: ইন্টারনেট

দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ খবরে অনেকে মনে করছেন, এবার ইলন মাস্কের মঙ্গলে মানব পাঠানোর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবতার মুখ দেখতে পারে।

এমন ধারণার পেছনে ট্রাম্পের নির্বাচনে মার্কিন ধনকূবের স্পেসএস্কের মালিক ইলন মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করবে।

সূত্র জানিয়েছে, নাসার মুন প্রোগ্রামের জন্য এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত এবং মাস্কের স্পেসএক্সের জন্য বড় উৎসাহের খবর।

নাসার আর্টেমিস প্রোগ্রাম, যার লক্ষ্য স্পেসএক্সের স্টারশিপ রকেট ব্যবহার করে চাঁদে মানুষকে পরবর্তী মঙ্গল মিশনের জন্য পাঠানো। আশা করা হচ্ছে যে ট্রাম্পের অধীনে ইলন মাস্কের এই মিশন লাল গ্রহের উপর আরও বেশি ফোকাস করবে। ট্রাম্পের ক্রমবর্ধমান মহাকাশ নীতিতে মাস্কের এই মিশন স্থান পাবে বলেও মনে করছেন কেউ কেউ।

তবে মহাকাশচারীদের জন্য নির্মিত মহাকাশযান দিয়ে মঙ্গল গ্রহে অবতরণ এবং কেবল চাঁদে ফোকাস করা অনেক বেশি উচ্চাভিলাষী এবং ঝুঁকিপূর্ণ। এছাড়া সম্ভাব্য এই মিশন অনেক ব্যয়বহুলও।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়