News Bangladesh

স্বাস্থ্য-পুষ্টি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ৭ নভেম্বর ২০২৪

কোন বয়সে কতটা ঘুম প্রয়োজন শিশুর

কোন বয়সে কতটা ঘুম প্রয়োজন শিশুর

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত


বিশেষজ্ঞরা বলেন, একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি দিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। তবে শিশুদের ঘুমের চাহিদা একটু বেশি। কারণ পর্যাপ্ত ঘুম শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

চলুন জেনে নেই কোনো বয়সী শিশুর কতটা ঘুমের প্রয়োজন।

নবজাত শিশু
সদ্যোজাত শিশুদের প্রথম এক মাস দৈনিক ১৫ থেকে ১৬ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে সাধারণত এই সময় শিশুরা এক টানা দু-চার ঘণ্টার বেশি ঘুমায় না। আসলে এই সময় শিশুদের পাকস্থলী খুব একটা বেশি মাতৃদুগ্ধ ধরে রাখতে পারে না। তাই কিছুক্ষণ পর পরই খিদে পেয়ে যায় খুদেদের।

১-৪ মাস বয়সী শিশু
১ থেকে ৪ মাস বয়সী শিশুদের দৈনিক ১৪-১৫ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে এই সময় ধীরে ধীরে বাহ্যিক পরিবেশ ও দিন-রাতের আবর্তনের সঙ্গে শিশু শরীর মানিয়ে নিতে শুরু করে। তাই ঘুম ক্রমশ নিয়মিত ও দীর্ঘ হয়।

৪-১ বছর বয়সী শিশু
চার মাস থেকে এক বছর বয়সে মোটামুটিভাবে শিশুদের ঘুমের আদল বড়দের মতোই হয়ে যায়। দৈনিক ১৩-১৪ ঘণ্টা ঘুমোলেও, দিনের বেলা দুই থেকে তিন ঘণ্টার বেশি স্থায়ী হয় না ঘুম।

১-৩ বছর বয়সী শিশু
এক থেকে তিন বছর বয়সে মানসিক ও শারীরিকভাবে দ্রুত বদল আসে শিশুদের মধ্যে। সাধারণত এই সময় শিশুরা দিনে এক বার এবং রাতে একটানা ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমোয়।

৩-১২ বছর বয়সী শিশু
তিন বছরের পর থেকে ধীরে ধীরে দৈনিক ঘুমের পরিমাণ কমতে থাকে। সাধারণত স্কুল থেকে ফিরে বা খেলাধুলোর পর ক্লান্ত হয়ে দিনের বেলা কিছুটা ঘুমিয়ে নেয় শিশু। তার পর আবার রাতে ঘুমোতে যায়। ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের মোটামুটিভাবে দৈনিক ১০-১১ ঘণ্টা ঘুমের প্রয়োজন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়