দেয়ালে রাখুন সবুজের ছোঁয়া
শহরের আর পাঁচটি বাড়ি থেকে নিজের বাড়িকে আলাদা করতে চাইলে দেয়ালকে সাজাতে হবে আলাদাভাবে। এক্ষেত্রে সব বাড়ির মতো একই রকম রং না করে নিজের বাড়িকে সাজাতে পারেন সবুজ গাছ দিয়ে। সে ক্ষেত্রে বাড়ির বাইরের দেয়ালে লাগানো যায় এমন সব গাছ বেছে নিতে হবে। বিদেশে অনেক বাড়িতেই গ্রিন ওয়াল দেখা যায়।
এসব গাছ বিষাক্ত কার্বন ডাই অক্সাইডসহ কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড, অ্যামোনিয়া শোষণ করে অক্সিজেনের সরবরাহ করে। দেয়ালের কোন ক্ষতি করে না। রোদের ক্ষতিকর প্রভাব থেকে দেয়াল সুরক্ষা করে। সৌন্দর্য বাড়ায় বাতাস পরিশোধনকারী। সূর্যের গরম তাপ ও ক্ষতিকর রশ্মি শোষণ করে ঘরকে রাখে নির্মল ঠাণ্ডা। এদের প্রাকৃতিক সবুজ মানসিক চাপ কমায়।
দেওয়ালের গায়ে থাকে থাকে সাজানো থাকে গাছ। সেটাই সৌন্দর্য। তবে এই গাছ কোনও আগাছা নয়। টবে করে সুন্দরভাবে বসানো ছোট ছোট গাছ। এই গ্রিন ওয়াল তৈরির বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে।
প্রথম পদ্ধতি অনুসারে দেওয়ালের গায়ে খাঁজ কেটে নিন। এরপর খুব ছোট ছোট টবে গাছ বসিয়ে সেই খাঁজে রেখে দিন। খেয়াল রাখবেন দু’টি টবের মধ্যে দূরত্ব যেন খুব বেশি না হয়। তাহলে দেওয়ালের সৌন্দর্যটাই মাটি হয়ে যাবে।
তবে গ্রিন ওয়াল তৈরির জন্য সবচেয়ে ভাল পদ্ধতি সারা দেওয়াল জুড়ে লতানে গাছ লাগানো। কোনও লতানে গাছ দেওয়ালের একপাশ থেকে অন্যপাশে ছড়িয়ে পড়ে। ফলে দেওয়ালের সৌন্দর্য দেখতে লাগে অন্যরকম। তবে আরও একটি উপায়ে গ্রিন ওয়াল তৈরি করা যায়। তবে সেটি অত্যন্ত ব্যয়বহুল। প্রযুক্তির সাহায্যে সমগ্র দেওয়ালে গাছ লাগানো যায়।
গ্রিন ওয়াল তৈরি করতে হলে এমন গাছ বাছুন যা চিরহরিৎ। এক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারে ওয়াল কার্পেট বা কার্টেন ক্রিপার। এতে দেয়াল বছর জুড়ে সবুজ থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি