News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ১৬ মে ২০২১
আপডেট: ১১:২৬, ১৬ মে ২০২১

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। গুরুতর আহত অপর এক বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানা গেছে, শনিবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে জাল্লাক বিচ থেকে ঈদের বেড়ানো শেষে রাজধানী মানামায় ফেরার সময় বাংলাদেশিদের প্রাইভেট কারটির সঙ্গে মহাসড়কে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন বাংলাদেশি মারা যান।

নিহতদের দুই জনের পরিচয় জানা গেলেও অপর জনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

নিহত দুই জন হলেন- শরিয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডবলদিয়া কাজি কান্দি গ্রামের মজিবুর মাতব্বরের ছেলে সুজন মাতব্বর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের রাকিব উদ্দিনের ছেলে কে এম রুহুল রাব্বি।

গুরুতর আহত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর বাজারের জিতু বকুলের ছেলে মো. রুবেল বর্তমানে বাহরাইন মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বাহরাইন পুলিশ তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে সালমানিয়া হাসপাতালের মর্গে রেখেছে। বাংলাদেশ দূতাবাস জরুরি ভিত্তিতে তিন বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়