লকডাউনে পুঁজিবাজারের সূচক উত্থান, ঘরে বসেই বিনিয়োগকারীদের লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে।
বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
লকডাউনে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ প্রসঙ্গে বেশকিছু সিকিউরিটিজ হাউজের কর্মকর্তারা মুঠোফোনে জানান, আজ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল সামান্য। তবে বেশির ভাগ বিনিয়োগকারীরা ঘরে থেকেই অনলাইন ও মোবাইলের মাধ্যমে কল করে ট্রেডিং করেছে।
আরও বলেন, লেনদেনের পুরোটা সময় সিকিউরিটিজ হাউজের কর্মকর্তারা মোবাইল কলে বিনিয়োগকারীদের বাই-সেলের কলের অর্ডার নেবার ব্যস্ত সময় পার করেছি। লেনদেন শেষে পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে।
তাই পুঁজিবাজারে আজ আগের কার্যদিবস থেকে সব ধরনের সূচক বেড়েছে। এসময় আগের কার্যদিবস থেকে ডিএসইর লেনদেন লেনদেন বেড়েছে। তবে সিএসইর লেনদেন কিছুটা কমেছে বলে জানান তারা।
বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৯৩ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২১৬টির, কমেছে ৯০টির এবং পরিবর্তন হয়নি ৪৯টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৯ দশমিক ১৯ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৬ দশমিক ৮২ পয়েন্টে ও ১ হাজার ২০৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বিডি ফাইন্যান্স, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক, লার্ফাজ হোল্ডসিম, বেক্সিমকো ফার্মা, ফেডারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ১৯ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৬৪টির এবং পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৮৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৯ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ৬৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯৯ দশমিক ৭৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১১০ দশমিক ২৮ পয়েন্ট ও সিএসআই সূচক ১৩ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৮ দশমিক ৮২ পয়েন্টে, ১১ হাজার ৮২৪ দশমিক ৭৫ পয়েন্টে, ৯ হাজার ২৭৭ দশমিক ৮১ পয়েন্টে ও ৯৭৬ দশমিক ১২ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি