ডিএসইর লেনদেন কমলেও সিএসইর বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর বেড়েছে।
রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ২৩ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৩৪টির, কমেছে ৮৪টির এবং পরিবর্তন হয়নি ১৩২টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪৫ দশমিক ৯৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২ দশমিক ১৮ পয়েন্টে ও ১ হাজার ২১৮ দশমিক ৪৫ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রহিমা ফুড, লার্ফাজ হোল্ডসিম, এনআরবিসি ব্যাংক, স্কয়ার ফার্মা, জিবিবি পাওয়ার।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ২৮ কোটি ২৩ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ৬২টির এবং পরিবর্তন হয়নি ৬২টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৮ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২ দশমিক শূন্য ৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩৩ দশমিক ৯৪ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮০ দশমিক ৩৩ পয়েন্টে, ১১ হাজার ৭৭৬ দশমিক ১৯ পয়েন্টে, ৯ হাজার ৩৩৮ দশমিক ৯৩ পয়েন্টে ও ৯৯৪ দশমিক ৫৮ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি