News Bangladesh

আহমদ সিফাত || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০২১

দুর্বার মহীরূহ

দুর্বার মহীরূহ

মহীরূহ মানে গাছ। গাছের সমার্থক শব্দ। আর দুর্বার হচ্ছে যা কোন বাধা মানে না।

আমরা মানুষরা প্রকৃতিকে নানাভাবে শাসন করতে চাই। নিজের বশে রাখতে চাই। কিন্তু চাইলেই কি তা সম্ভব হয়?

প্রকৃতি এমন একটা বিষয় যা কোন বাধা মানবার নয়। কোথাও মাথা নোয়াবার নয়।

ছবির গাছটিও নিষ্প্রাণ ইট পাথরে দাঁড়িয়ে প্রাণের সঞ্চার করে যেন ঠিক সেটাই জানান দিচ্ছে। এ আবার যে সে গাছ বা আগাছা নয়, রীতিমতো কাঁঠাল গাছ।

ছবিটি মিরপুরের পল্লবী সিটিক্লাব মাঠ সংলগ্ন একটি আবাসিক ভবনের ছাদ থেকে তোলা।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়