ফলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান শিক্ষামন্ত্রীর
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, “অনলাইনে ফল প্রকাশ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সবার জন্য এই ফল উন্মুক্ত করা হবে। ফল দেখার জন্য কেউ যেন কলেজে ভিড় না জমায়। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়বে।”
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া যায়নি। এ অবস্থায় সব শিক্ষার্থীকে এই পরীক্ষায় উত্তীর্ণ করা হচ্ছে। তবে এসএসসি ও জেএসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
নিউজবাংলাদেশ.কম/এফএ