তরুণ কবি মঈন মুনতাসিরের কথায় বিজয়ের গান ‘বিমুগ্ধ জননী’
গ্লোরিয়াস ক্রিয়েশন এর প্রযোজনায় বিজয় দিবসে প্রকাশিত হয়েছে বিজয়ের গান ‘বিমুগ্ধ জননী’। লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার বিজয় উল্লাস এবং বিজয় পরবর্তী বাংলার সবুজ সতেজ ও প্রাণবন্ত রূপ জীবন্তভাবে ফুটে উঠেছে গানটিতে।
তরুণ কবি মঈন মুনতাসিরের কথায় গানটিতে সুরারোপ করেছেন আরিফ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মিজানুর রহমান, সাদমান ইসলাম ও মুনিরুল ইসলাম মুহিন। গানটিতে সাউন্ড ডিজাইন করেছেন আরেফিন আল ইমরান এবং চিত্র-নির্দেশনা দিয়েছেন আর জামান অর্ক। কিছু রঙিন দুর্লভ ফুটেজের মাধ্যমে তরুণ সমাজের মাঝে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্রের নান্দনিক উপস্থাপন করতে চেয়েছেন পরিচালক এই গানের মাধ্যমে।
মঈন মুনতাসির
বিজয়ের মাসে গানটির মাধ্যমে সবার মাঝে বিজয়ের বার্তা ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা গানটির সাথে সংশ্লিষ্ট সকলের। গানটি প্রকাশিত হয়েছে গ্লোরিয়াস ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে।
সুস্থধারার সংস্কৃতি চর্চায় অবদান রাখার জন্য গ্লোরিয়াস ক্রিয়েশনে একদল মেধাবী তরুণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিঃসন্দেহে তাদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
নিউজবাংলাদেশ.কম/এফএ