অভয়নগরে মুজিববর্ষ উপলক্ষে ঘোড়দৌড়
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে অভয়নগরে গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় (ঘোড়ার দৌড়) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভুগিলহাট নতুন হাট নামক মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভুগিলহাট গ্রামবাসীর উদ্যোগে বিভিন্ন জেলা ও উপজেলার ১৫টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার নিয়মানুসারে মাঠের নির্ধারিত স্থানে তিনবার প্রদক্ষিণ শেষে প্রথম হয় অভয়নগরের পুড়াখালী গ্রামের উসমান শেখের পাখি ঘোড়া, দ্বিতীয় লেবুগাতী গ্রামের অপু বিশ্বাসের অভিমান্য ঘোড়া, তৃতীয় মাগুরা জেলার সোবহান সরদারের ঘোড়া, চতুর্থ ঝিকরগাছা উপজেলার জাহাঙ্গীর আলমের ঘোড়া এবং পঞ্চম স্থান অধিকার করে খুলনার ফুলতলা উপজেলার রানাগাতী গ্রামের আকরাম মল্লিকের ঘোড়া।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য শিক্ষক আমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার আমিনুল ইসলাম প্রমুখ। ভাটপাড়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মল্লিক গোলাম মোস্তফা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ