News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৫, ৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:০০, ৬ ডিসেম্বর ২০২০

মেসির বার্সার হারের দিনে রিয়ালের স্বস্তির জয়

মেসির বার্সার হারের দিনে রিয়ালের স্বস্তির জয়

দীর্ঘ ১৫ বছর পর লা লিগায় ফেরা কাদিসের কাছে লজ্জার ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। এমনকি পয়েন্ট তালিকায়ও কাতালান জায়ান্টদের পেছনে ফেলে দিয়েছে দুর্বল দলটি। একই দিনে সেভিয়ার মাঠ থেকে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

শক্তিশালী বার্সাকে প্রতিরোধের ঘোষণা আগেই দিয়েছিলেন কাদিস কোচ। মাঠেও অবশ্য তার প্রতিফলন দেখালো তার দল। বার্সার বিরুদ্ধে দলটি ১৯৯১ সালের পর এই প্রথম জয়ের মুখ দেখল, যা পয়েন্ট টেবিলে তাদের রোনাল্ড কুম্যানের দলের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে দিলো। শনিবার রাতে আলভারো হিমেনেসের গোলে এগিয়ে যায় কাদিস। এরপর প্রতিপক্ষ খেলোয়াড় আলকালার আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সা।

কিন্তু সফরকারীদের রক্ষণের ভুলে জয়সূচক গোল করে স্বাগতিক কাদিসকে উৎসবের উপলক্ষ এনে দেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা আলভারো নেগ্রেদো। খেলার পুরোটা সময় বলে একক দখল রেখেও কাজের কাজ কিছুই করতে পারেনি বার্সা। অষ্টম মিনিটে কর্নারে ফালোর হেড ফ্লিকের ছোট ডি-বক্সে আসা বল ঠেকানোর চেষ্টা করতে গিয়ে নিজেদের জালের দিকে হেড করে বসেন বার্সা ডিফেন্ডার অস্কার মিনগেসা।

গোলরক্ষক টের-স্টেগান ঝাঁপিয়ে ঠেকানোর চেষ্টা করলেও আলতো টোকায় বলকে জালের ঠিকানায় পাঠিয়ে দেন হিমেনেস। খেলার দ্বিতীয়ার্ধেও বলের দখল রেখে একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। এরপর ম্যাচের ৫৭তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরেন মেসিরা। ডি-বক্সে মেসির পাস পেয়ে বাঁ দিক থেকে আলবার শট ডিফেন্ডার পেদ্রো আলকালার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। তবে সমতায় ফেরার স্বস্তি দীর্ঘায়িত হয়নি বার্সার।

একই রাতে টানা তিন ম্যাচে জয়শূন্য (দুই হার, এক ড্র) থাকা রিয়াল সেভিয়ার মাঠ থেকে ১-০ গোলে জয় পেয়েছে। দ্বিতীয়ার্ধে সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনোর আত্মঘাতী গোলেই কপাল খুলেছে জিদানের দলের। খেলার ৫৫তম মিনিটে ফেরলঁদ মঁদির ডি-বক্সে বাড়ানো বলে ছুট গিয়ে স্লাইডে হালকা টোকা দেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস। গোল লাইনে থেকেও বল হাতে জমাতে পারেননি সেভিয়া গোলরক্ষক। ফলে বল চলে যায় গোললাইন পেরিয়ে।  

এই নিয়ে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। একই রাতে রিয়াল ভাইয়াদলিদকে ২-০ গোলে হারানো অ্যাতলেটিকো মাদ্রিদ ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। এক ম্যাচ বেশি খেলা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ২৪। ১২ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে কাদিস। ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়