News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫২, ৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১০:১৫, ৫ ডিসেম্বর ২০২০

সিএসইতে মূলধন কমেছে ৭৮৬৪ কোটি টাকা

সিএসইতে মূলধন কমেছে ৭৮৬৪ কোটি টাকা

গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূলধন বেড়েছে ৭৮৬৪ কোটি টাকা। আগের সপ্তাহ থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে। ওই সপ্তাহে সিএসইর সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে।  

সিএসইর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষে সিএসইর পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ২৯ হাজার ৮২ কোটি ৪১ লাখ টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল তিন লাখ ২১ হাজার ২১৭ কোটি ৭২ লাখ টাকা। এক সপ্তাহে ব্যধানে সিএসইর পুঁজিবাজার মূলধন বেড়েছে সাত হাজার ৮৬৪ কোটি ৬৯ লাখ টাকা।

ওই সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১২৫ কোটি ৯ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৮৭ কোটি ৫৭ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৫২ লাখ টাকা।

ওই সময়ে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩০০ দশমিক ৫৭ পয়েন্ট বা ২ দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬২ দশমিক ৫৬ পয়েন্টে।

এছাড়া  সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ১ দশমিক ১০ শতাংশ, সিএসসিএক্স সূচক ২ দশমিক ১৪ শতাংশ ও সিএসআই সূচক দশমিক ২ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে  ১ হাজার ২৮ দশমিক ৯২ পয়েন্টে, ১১ হাজার ৩৭৬ দশমিক ৪১ পয়েন্টে, ৮ হাজার ৫৮৭ দশমিক ২৯ পয়েন্টে ও ৯৩৮ দশমিক ২৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৬টি কোম্পানির। কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির ৭৩ দশমিক ৯১ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। ওই সময় ‘বি’ ক্যাটাগরির ১৮ দশমিক ৩৬ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৬ দশমিক ৪০  শতাংশ ও  ‘জেড’ ক্যাটাগরির ১ দশমিক ৩০ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়