News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ১২ আগস্ট ২০২০
আপডেট: ০১:১৬, ১৪ জানুয়ারি ২০২১

মাস্কের দাম পৌঁনে ১৩ কোটি টাকা!

মাস্কের দাম পৌঁনে ১৩ কোটি টাকা!

করোনাকালে আমাদের দেশে একটি মাস্কের দাম সর্বোচ্চ ৭/৮শ টাকা হলেও ইসরায়েলে এমন একটি মাস্ক তৈরি হচ্ছে যার মূল্য দেড় মিলিয়ন ডলার। যা বাংলাদেশে টাকায় প্রায় পৌঁনে ১৩ কোটি টাকার সমান।

মাস্কের ভেতর টাইপ এন ৯৯ এর ফিল্টার থাকবে যা পরিবর্তন করা যাবে এবং করোনার ভাইরাস থেকে সুরক্ষা করতে পারে।

ইসরায়েলে এক গহনার দোকানে বিশ্বের সবচেয়ে মূল্যবান মাস্ক তৈরি করতে গহনা ডিজাইনারকে দিয়েছে সাংহাইয়ের একজন চীনা ব্যবসায়ী। যার মূল্য হবে দেড় মিলিয়ন ডলার বা প্রায় এক দশমিক তিন মিলিয়ন ইউরো।

বিশেষ মাস্কটি তৈরিতে ব্যবহার হবে ১৮ ক্যারেট গোল্ড এবং এতে বসানো হবে দ্যুতি ছড়ানো ৩৬০০টি সাদা এবং কালো হীরা!
ইভেল কোম্পানির কর্মী শ্যারন ক্যারো তথ্যটি জার্মান সংবাদ সংস্থাকে জানায় গত সোমবার। 

স্পেশাল মাস্ক তৈরির কাজটি করার জন্য পরিকল্পনা করা হয়েছে পঁচিশজন জুয়েলারি এবং হীরা বসানোর কাজে পারদর্শী কর্মীর।

সোনা আর হীরাতে মোড়ানো স্পেশাল মাস্ক অর্ডার দেয়ার আগে ক্রেতা তার তিনটি বিশেষ ইচ্ছের কথা জানিয়েছেন। তার মাস্কটি হতে হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং আকর্ষণীয় মাস্ক। ৩১ ডিসেম্বরের আগেই মাস্কটি তৈরি হতে হবে। সূত্র: এবিসি নিউজ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়