নজরুলের নির্বাচিত সাহিত্যকর্ম পর্তুগীজ ও স্প্যানিশে
ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নির্বাচিত কিছু সাহিত্যকর্ম নিয়ে পর্তুগীজ ও স্প্যানিশ ভাষায় দুটি বই অনূদিত হয়েছে। বৃহস্পতিবার নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে বই দুটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
পর্তুগীজ ভাষায় অনূদিত বইয়ের নাম ‘নজরুল: প্রোসা এ পোয়েসিয়া সেলেকিওনাদোস’ (Nazrul: Prosa e Poesia Selecionados) । অনুবাদ করেছেন পর্তুগালের লেখিক ও গবেষক আনা রিতা বাপতিস্তা রদ্রিগেজ জাকিন্তো। এ বইয়ে নজরুলের বিদ্রোহী, ধূমকেতু কবিতাসহ নির্বাচিত মোট ৭৮টি কবিতা, গান ও প্রবন্ধ অনূদিত হয়েছে।
অন্যদিকে, স্প্যানিশ ভাষায় অনূদিত বইয়ের নাম ‘নজরুল: প্রোসা ই পোয়েমাস সেলেকটোস’ (Nazrul: Prosa y Poemas Selectos) । অনুবাদ করেছেন ইকুয়েডরের নাগরিক লেখিকা, গবেষক ও সাংবাদিক মারিয়া হেলেনা বারেরা-আগারওয়াল। এতে নজরুলের বিদ্রোহী, ধূমকেতুসহ নির্বাচিত মোট ১৫০টি কবিতা, গদ্য ও গান স্থান পেয়েছে।
নজরুল ইনস্টিটিউটের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জুলিও সিজার সিলভা এবং স্পেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স প্যাট্রিক স্যানডোভাল নিকোলস।
প্রকাশনা উৎসবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি প্রেমের কবি, দ্রোহের কবি, মানবতার কবি, সাম্যের কবি। সবচেয়ে বড় পরিচয় তিনি বিদ্রোহী কবি। তিনি সকল অন্যায়- অত্যাচারের বিরুদ্ধে কলম ধরেছেন, লিখেছেন, জেল খেটেছেন। জেলে গিয়ে অনশন করেও অন্যায়ের প্রতিবাদ করেছেন। তিনি আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন সকল অন্যায়- অবিচারকে রুঁখে দিয়ে কিভাবে শির উঁচু করে অগ্রসর হতে হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, নজরুলের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল অন্যরকম হৃদ্যতা। স্বাধীনতার পর তিনি কবিকে সসম্মানে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন। মানুষের ভালোবাসায় কবি জীবনের শেষ দিন পর্যন্ত এদেশে অতিবাহিত করেন। এখানে কবি শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং এদেশের মাটিতে তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন। তাই বাংলাদেশের মাটি, মানুষ ও প্রকৃতির সাথে তার সম্পর্ক অত্যন্ত নিবিড়।
তিনি বলেন, পর্তুগীজ ও স্প্যানিশ পৃথিবীর উল্লেখযোগ্য ভাষা। পৃথিবীর একটি বৃহৎ জনগোষ্ঠী এ দুই ভাষায় কথা বলে। জাতীয় কবির নির্বাচিত সাহিত্যকর্ম পর্তুগীজ ও স্প্যানিশ ভাষায় অনূদিত হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে নজরুল ও তার সৃষ্টিকর্ম পৃথিবীব্যাপী তুলে ধরা সম্ভব হবে। এতে করে আমাদের সমৃদ্ধ সাহিত্যভাণ্ডার সম্পর্কে তারা যেমন জানতে পারবে; পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তিও বহির্বিশ্বে উজ্জ্বলতর হবে।
আলোচনার পর সাংস্কৃতিক পর্বে আবৃত্তি শিল্পী ড. শাহদাৎ হোসেন নিপু নজরুলের বিদ্রোহী ও ধূমকেতু কবিতা বাংলায় আবৃত্তি করেন। ধারাবাহিকভাবে তা পর্তুগীজ ও স্প্যানিশ ভাষায় আবৃত্তি করা হয়। পরে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা ও ইয়াকুব আলী খান নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই
নিউজবাংলাদেশ.কম