News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৮, ৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৯:৫৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০

বিএনপি জোটের অবরোধের মধ্যে

গজারিয়ায় পেট্রোল বোমায় পুড়ল

গজারিয়ায় পেট্রোল বোমায় পুড়ল

ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার পরপরই ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে চালক হারুন অর রশিদ (৪০) সামান্য আহত হন। তবে, তার সহকারীর কোনো ক্ষতি হয়নি।

চালকের বরাত দিয়ে এসপি বিপ্লব বলেন, ঢাকা থেকে প্রাথমিক পর্যায়ের বইগুলো নিয়ে ট্রাকটির লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি, কমলনগরে পৌঁছে দেওয়ার কথা ছিল।  

“হামলাকারীরা প্রথমে একটি পেট্রোল বোমা ছুড়লে সেটি ট্রাকের সামনের কাচে লাগে, এর পর আরও একটি বোমা ছোড়ার আগে চালক ও তার সহকারী ট্রাক থেকে নেমে যায়।”

এরই মধ্যে কিছু দূরে থাকা পুলিশ আসতেই হামলাকারী দুই যুবক বোমাগুলো ফেলেই পালিয়ে যায়।

পুলিশ ও আশপাশের লোকজন মিলে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।  

চালক রশিদ বলেন, আগুনে বেশ কিছু বই ও ট্রাকের কিছু অংশ পুড়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়