News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ২১:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

শেষ হলো খালেদার কার্যালয় ঘেরাও কর্মসূচি

শেষ হলো খালেদার কার্যালয় ঘেরাও কর্মসূচি

পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সোমবার জাতীয় শ্রমিক লীগের খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষ হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরের কাছ থেকে এক বিশাল মিছিল খালেদা জিয়ার কার্যালয়ের উদ্দেশে রওনা হয়।

পথে পুলিশ তিন দফায় মিছিলটি আটকানোর চেষ্টা চালায়। তবে মিছিলকারীদের তুলনায় পুলিশের উপস্থিতি ছিল কম।
গুলশানের ৯১ নম্বর সড়ক, ৮৬ নম্বর সড়ক ও সর্বশেষে খালেদা জিয়ার কার্যালয় থেকে ৩০-৪০ গজ দূরত্বে মিছিলটি আটকাতে সক্ষম হয় পুলিশ। এসময় মিছিলকারীরা সেসব স্থানে অবস্থান নেন। তারা ২০ দলীঅয়ো নেতী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে একটার দিকে সেখান থেকে প্রতিনিধিরা আবার কিছুটা পেছনের দিকে গিয়ে অবস্থান নেন। তবে প্রথমদিককার বিপুলসংখ্যক মিছিলকারীর মধ্যে শেষের দিকে খুব কমসংখ্যককেই সেখানে নিতে দেখা গেছে।
এসময় জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ ও সেক্রেটারি সিরাজুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে হতাহত হচ্ছেন সাধারণ শ্রমিক। যানবাহনে পেট্রলবোমা মারা হচ্ছে। এভাবে চলতে পারে না। এসব কারণে তারা খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে তাদের দাবির কথা জানাতে এসেছেন।
তবে জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আর কোনো কর্মসূচির কথা জানানো হয়নি।
আরকে/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়