News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৮:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২০

ভারত সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করল সুপ্রিম কোর্ট

ভারত সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করল সুপ্রিম কোর্ট

সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে রায় দিয়েছেন ভারত সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, সেনাবাহিনীতে নারীদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা কার্যকর করতে হবে। শুধুমাত্র কমব্যাট উইং (যারা সরাসরি যুদ্ধ করেন) এই নির্দেশের বাইরে থাকছে। তবে সেখানেও নারীরা যাতে পুরুষদের সমান সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। আগামী তিন মাসের মধ্যে সরকারকে এই বৈষম্য দূর করতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন।

ভারতীয় বাহিনীতে ১৯৯২ সালের আগে নারীরা শুধু চিকিৎসা পরিষেবায় কাজ করতে পারতেন। এর পর নারীদের জন্য ১৪ বছরের ‘শর্ট সার্ভিস কমিশন চালু হয়। পুরুষদের মতো ২০ বছরের কাজ করার সুযোগ তাদের ছিল না। আজকের রায়ের পর নারীরা একমাত্র কমব্যাট উইং ছাড়া অন্যত্র সব ক্ষেত্রে ২০ বছর কাজ করার সুবিধা পাবেন। সেই সাথে পুরুষদের মতো অন্যান্য সব ধরনের সুযোগ-সুবিধাও পাবেন তারা।

শর্ট সার্ভিস কমিশনের আওতায় যে নারীরা ১৪ বছর বাহিনীতে কাজ করেছেন তাদের স্থায়ী কমিশনের আওতায় আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন আদালত।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়