ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডার) সেপ্টেম্বর-ডিসেম্বর সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডার) সেপ্টেম্বর-ডিসেম্বর সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডার) সেপ্টেম্বর-ডিসেম্বর সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির ভাষণে ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান বলেন, এ বিশ্ববিদ্যালয় জ্ঞাণী-গুণী ও ভালো মানুষ গড়তে বদ্ধপরিকর।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে টাকার অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে থাকবে না। আমরা অদম্য মেধাবীদের উচ্চশিক্ষা নেয়ার সুযোগ করে দিতে চাই। অর্থের অভাবে কোনো মেধাবীর শিক্ষাজীবন থেমে যাক তা আমরা চাই না।
সভাপতির বক্তৃতায় ইউডার ভিসি ড. রফিকুল ইসলাম শরীফ বলেন, বিশ্বায়নের এ যুগে শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞান অর্জনই নয়, সামাজিক ও নৈতিকগুণেও সমৃদ্ধ হওয়া প্রয়োজন। যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে একজন দেশপ্রেমিক, সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠতে পারে। সেই লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে মনোনিবেশ করতে বলেন তিনি।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন, আরো উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনিসুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।