News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৫, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৫:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২০

জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার মিরপুরে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় দুই দলই। ফলে টি-টোয়েন্টির ম্যাচটি সমানে সমানে লড়াইয়ের রোমাঞ্চ অপেক্ষা করছে। ম্যাচটি শুরু হবে সন্ধা সাড়ে ছয়টায়।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আফগানদের সাথে টেস্ট হার ও প্রস্তুতি ম্যাচে হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে জিততে আত্মোবিশ্বাসী টাইগার শিবির। অবশ্য জিম্বাবুয়েও বাংলাদেশকে ছাড়া দিতে রাজি নয়। শক্তির বিচারেও জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে। ২০০৬ সাথ থেকে ২০১৬ সাল পর্যন্ত নয়বারের স্বাক্ষাতে ৫টিতেই জিতেছে টাইগাররা। সেখানে চারটিতে জিতেছে হ্যামিল্টন মাসাকাদজার দলটি।

সর্বশেষ ২০১৮ সালে দুই ম্যাচে সমানে সমানে লড়াই হয়েছে। নিজেদের মাঠে টি-টোয়েন্টিতে সেরাটা দিয়েই মাঠে নামবে রাসেল ডমিঙ্গোর ছাত্ররা। বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ রাসেল বলেন,“টি-টোয়েন্টি নতুন ফর্মেট। বাংলাদেশ এই ফর্মেটে অবশ্যই ভালো করবে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় নিয়ে দারুণ আত্মোবিশ্বাসী রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, আমরা প্রতিটি ম্যাচেই জিততে চাই। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে যে দল ভালো খেলবে তারাই জিতবে। আমরা আগামীকাল জিততে চাই। ছেলেরা নিজেদের সেরা ক্রিকেট খেলবে।

জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি নিয়ে তিনি বলেন, সংস্করণ যত ছোট হয় দলগুলোর ব্যবধান ততই কমে আসে। টি-টোয়েন্টি খেলাটাই এমন যে কেউ একাই ম্যাচ টেনে নিতে পারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই রকম খেলোয়াড় আপনার দু-তিনজন দরকার যে কিনা একাই খেলাটা আপনার দিকে এনে দিতে পারে।

নিজেদের শাক্তি নিয়েও আত্মোবিশ্বাসী তারা। সধু তাই নয়, এই জিম্বাবুয়ে দলে যে তেমন খেলোয়াড় আছে, সেটি নিশ্চয়ই অজানা নয়। ব্রেন্ডন টেলর, শন উইলিয়াস এমনকি মাসাকাদজা নিজেই মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের রং। জিম্বাবুয়েকে আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে, কন্ডিশনটা তাদের বেশ চেনা। প্রায়ই প্রতিবছরই জিম্বাবুয়ে খেলতে আসে বাংলাদেশে। 

তিনি বলেন, আমরা পিছিয়ে থেকে শুরু করছি না। আমরা এখানে বেশ কয়েকটি টি-টোয়েন্টি খেলেছি। কন্ডিশন সম্পর্কেও জানি। আমরা পিছিয়ে থেকে শুরু করছি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো রেকর্ড মাসাকাদজারা ত্রিদেশীয় সিরিজের শুরুটা দুর্দান্তই করতে চান।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগের দিন মিরপুরে কঠোর অনুশীলন করেছে স্বাগতিকরা। নিজেদের মাঠে সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে আছে টিম বাংলাদেশ।

সর্বশেষ

পাঠকপ্রিয়